গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ১০ কেজি গাঁজাসহ চায়না বিশ্বাস নামে এক নারী মাদক কে গ্রেফতার করেছে পুলিশ। সদর উপজেলার ভেন্নাবাড়ি গ্রামের তাপশ বরের স্ত্রী চায়না বিশ্বাস।
গতকাল শনিবার ( ২৫ ফেব্রুয়ারি) সন্ধায় তাকে হাতেনাতে গ্রোফতার করে বৌলতলী ফাড়ির পুলিশ।
বৌলতলী পুলিশ ফাড়ির আইসি আসাদুজ্জামান টিটু বলেন, চায়না বিশ্বাস দীর্ঘদিন ধরে ওই এলাকায় গাঁজার পাইকায় বিক্রয়দাতা (ডিলার) হিসাবে বিক্রয় করে আসছে। আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি তার বাড়িতে গাঁজা মজুদ করে রাখে বিক্রয়য়ের জন্য। গতকাল সন্ধায় এসআই সঞ্জয় বসাক, এসআই লিয়াকত , এএসআই পলক কুমার বাররী, এএসআই নঈমুল ইসলাম’সহ আমার সংঙ্গয়ী ফোর্স নিয়ে চায়না বিশ্বাসের বাড়ি তল্লাসী করে ১০ কেজি গাঁজা পাওয়া যায়।
রবিবার সকালে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply