কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
কয়রা উপজেলার ৪নং মহারাজপুর ইউনিয়ন পরিষদে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সাথে সমন্বয়ের মাধ্যমে ওয়ার্ড ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের এসওডি’র উপর পুনরূজ্জীবিত করণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় মহারাজপুর ইউনিয়ন পরিষদের হলরুমে ইউএসএআইডি এর অর্থায়নে, বাংলাদেশ সরকারের সহযোগীতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত এস ডি আর আর প্রকল্পের কার্যক্রমের আওতায় এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। মহারাজপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল্যাহ আল মাহমুদের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান। প্রশিক্ষণ পরিচালানা করেন এস ডি আর আর প্রকল্প কর্মকর্তা মোসাঃ ফারহানা। প্রশিক্ষণে দুর্যোগের স্থায়ী আদেশাবলী এসওডি এর আলোকে দুর্যোগের আইন ও দ্বায়িত্ব কর্তব্য বিষয়ক ধারনা প্রদান করা হয়। প্রশিক্ষনে উপস্থিত ছিলেন ইউনিয়ন ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।
কয়রা(খুলনা)
তাং-২০-২-২৩ ইং।
Leave a Reply