মনিরুল ইসলাম গাবুরা /// সুন্দরবন বাংলাদেশের প্রশস্ত বনভূমি। এই বন বিশ্বের এক অপার বিস্ময়। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। সুন্দরবনকে বলা হয় বাংলাদেশের ‘প্রাণ’। বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের অংশ। ২০০১ সালে ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। সেই থেকে প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি দিবসটি পালিত হয়ে আসছে। যদিও ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের আড়ালে হারিয়ে যায় এই গুরুত্বপূর্ণ দিবসটি। ভালোবাসা দিবসকে যতটা উত্সাহ ও উদ্দীপনা নিয়ে পালন করা হয়, সুন্দরবন দিবসকে করা হয় ততটাই অবহেলা! অনেকে জানেনই না দিবসটির কথা! অথচ দেশের অহংকার সুন্দরবনকে সবার ভালোবাসার কথা, স্মরণে রাখার কথা!
সুন্দরবনে রয়েছে ৩৫০ প্রজাতির উদ্ভিদ, ১৯৮ প্রজাতির উভচর প্রাণী, ১২৪ প্রজাতির সরীসৃপ, ৫৭৯ প্রজাতির পাখি, ১২৫ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী ও ৩০ প্রজাতির চিংড়ি মাছ। এর বাইরে এই বন অজস্র উদ্ভিদ-প্রাণিকূলের আশ্রয়স্থল; কিন্তু বনখেকোদের ক্রমাগত আগ্রাসনের কারণে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন আজ হুমকির মুখে। সুন্দরবনের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে রয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ গোটা দেশের পরিবেশ। অথচ একটি অসাধু গোষ্ঠী সুন্দরবনকে নিংড়ে নিচ্ছে একটু একটু করে! এই ‘সুন্দর’ বনের গুরুত্ব অনুধাবন করতে না পারাটা আমাদের চরম ব্যর্থতা।
Leave a Reply