কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
কয়রায় বামিয়া মন্ডল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের পুনরায় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে, কয়রা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ এইচ এম নজরুল ইসলাম। তিনি এর আগেও উক্ত প্রতিষ্ঠানে স্থায়ী দাতা সদস্য ও বিশিষ্ঠ্য শিক্ষানুরাগী হিসেবে দায়িত্ব পালন করেন।
জানা গেছে গত বুধবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে কোন প্রার্থী না থাকায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি নির্বাচিত করা হয়। কমিটি গঠনের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকি বিল্লাহ। এ দিকে কয়রা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ এইচ এম নজরুল ইসলাম পুনরায় বামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজা ও সাধারণ সম্পাদক নিশিত রঞ্জণ মিস্ত্রী, জেলা পরিষদ সদস্য জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু, বাগালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ সামাদ গাজী সহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক সহ শিক্ষার্থীরা।
Leave a Reply