সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে দিনদুপুরে ডাকাতি স্বর্ণ, নগদ টাকাসহ সর্বস্ব লুট কালিগঞ্জের পল্লীতে টমেটো, বেগুন ও সবজিসহ বিভিন্ন গাছ নিধন করেছে দুর্বৃত্তরা কালিগঞ্জের কুশুলিয়া কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উপজেলার ৫নং কৈখালী তে বিএনপির উদ্যোগে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে আলোচনা সভা  ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দ্রুত প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ সুন্দরবন দেখতে যেয়ে মোটর সাইকেল থেকে পড়ে চালকের মৃত্যু  কালিগঞ্জের মৌতলা কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শ্যামনগর ঠিকাদার কল্যাণ সমিতির নির্বাচনে আছু সভাপতি, হাফিজ সম্পাদক নির্বাচিত হয়েছে শ্যামনগরের রমজান নগর কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জের বিষ্ণুপুরে একতা তরুণ ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে 
বন্য প্রাণীর টর্চার সেল অবৈধ চিড়িয়াখানা বন্ধের দাবি তে মানববন্ধন

বন্য প্রাণীর টর্চার সেল অবৈধ চিড়িয়াখানা বন্ধের দাবি তে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধিঃ

বন্যপ্রাণীর র্টচার সেল অবৈধ চিড়িয়াখানা বন্ধের দাবিতে ঢাকায় বিভিন্ন কর্মসূচী পালন করেছে ‘সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ’ নামের সংগঠনের আয়োজনে চিড়িয়াখানা বন্ধের দাবীতে সম্মিলিত আন্দোলন এন্টি জো মুভমেন্ট অব বাংলাদেশ। শুক্রবার (৩ ফেব্রয়ারি ২০২৩) সকাল থেকে দিনব্যাপী ঢাকার শাহাবাগ চত্বরে এই কর্মসূচী পালন করে সংগঠনটি। ‘এন্টি জ্যু মুভমেন্ট অব বাংলাদেশ’ এর ব্যানারে সারাদেশের প্রানী কল্যাণে কাজ করা বিভিন্ন সংগঠনও এই কর্মসূচীতে অংশ নেয়। 

 

জানা গেছে, চিড়িয়াখানা বন্ধের দাবীতে সম্মিলিত আন্দোলন বন্যপ্রাণীর টর্চার সেল অবৈধ চিড়িয়াখানা বন্ধের দাবীতে প্রধানমন্ত্রী বরাবরে গণচিঠি লিখন কর্মসূচীর সাথে বেশ কিছু কর্মসূচী পালন করেন তারা। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল খাঁচা বন্দী হয়ে অবস্থান গ্রহন এবং শিকল পড়ে সমাবেশ ও মানবন্ধন, ব্যানার, ফেষ্টুন, প্লেকার্ড, লিফলেট বিতরণ প্রভৃতি।

সারাদেশের অবৈধ চিড়িয়াখানা বন্ধ করার এই আন্দোলনের সদস্য সচিব আবুল বাশার মিরাজ তাঁর বক্তব্যে বলেন, ‘চিড়িয়াখানায় গেলে প্রায়ই দেখা যায় কোনো না কোনো প্রাণী অসুস্থ। দেশের কোন চিড়িয়াখানায় সঠিক ব্যবস্থাপনা নেই। আসলে চিড়িয়াখানায় তাদের রেখে কষ্ট দেওয়ার কোনই মানে হয় না। সারাদেশের সকল অবৈধ চিড়িয়াখনা বন্ধ করার দাবি জানাচ্ছি।’

পরিবেশবাদী সেচ্ছাসেবী সংগঠন সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ চেয়্যারমান ও এন্টি জো মুভমেন্ট অব বাংলাদেশ আহবায়ক আ.ন.ম. মোয়াজ্জেম হোসেন তাঁর বক্তব্যে বলেন, ‘সারাদেশের অর্ধ শতাধিক অবৈধ চিড়িয়াখানার নিষ্ঠুর পরিবেশে বন্দী হাজারো বন্যপ্রাণী তিল তিল করে মৃত্যুর প্রহর গুনছে। এই নির্দোষ অসহায় বন্যপ্রাণীদের বন্দীত্ব জীবনের অবসান ও নিরাপদ অভয়ারণ্য নিশ্চিত করার দাবীতে সারাদেশ থেকে জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর ১ লক্ষ পোষ্টকার্ড প্রেরণ ও একই দাবীতে চলমান আন্দোলনের অংশ হিসেবে পোষ্ট কার্ড পূরন/গণচিঠি লিখন কর্মসূচীর পালিত হয়। চিড়িয়াখানা নিষ্ঠুর পরিবেশে বন্দী সকল পশুপাখির মুক্তি চাই। চিড়িয়াখানা বন্ধ না হওয়া পর্যন্ত আমরা এ আন্দোলন চালিয়ে যাব।

অ্যাডভোকেট ফারহানা ইসলাম তাঁর বক্তব্যে বলেন, ‘বন্যপ্রাণী শিকার, ধরা, মারা, ক্রয়-বিক্রয়, পাচার দখলে রাখা ও খাওয়া, দন্ডনীয় অপরাধ। দেশে আইন থাকলেও তা কার্যকর হচ্ছে না, এগুলো যথাযথভাবে কার্যকর করার দাবি জানাচ্ছি।’

এনিমেল ওয়েলফারের স্বেচ্ছাসেবক সাজেদা হোসেইন বলেন, ‘পশু-পাখির স্থান চিড়িয়াখানা নয়, বিনোদন ও ব্যবসার মাধ্যম হতে পারে না। তাদের উপর অত্যাচার করার অধিকার কারো নেই। সারাদেশের অবৈধ চিড়িয়াখানা বন্ধ করে পশু-পাখিদের উন্মুক্ত বিচরণের জন্য বনে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।’

এসময় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশের সহ-সভাপতি শেখ মোহাম্মদ মাহাবুবুর রহমান, ঢাকা মহানগরের সহ-সভাপতি মামুন পারভেজ, কিশোরগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আল-আমিন, জামালপুর জেলার সাইদুর রহমান, সদস্য মিজানুর রহমান, মোহাম্মদ ইউসুফ, আল নাহিয়ান আবির, রবিউল ইসলাম, সানি তালুকদার, শামীম আহমেদ, নাহিদ রায়হান, ঢাকা কলেজ ইউনিটের সমন্বয়ক আবেদ রহমান তূর্য, সেভ দ্যা নেশনের কানিজ আয়েশা, এনিমেল প্লানেট বাংলাদেশের প্রতিষ্ঠাতা আজিজুল হাকীম হানী, ভয়েসলেস লাইভস বাংলাদেশের প্রতিষ্ঠাতা রুকসাথ হক, সংঘ মিত্রার মিতা দত্ত, বাংলাদেশ এনিমেল রাইটস্ এর মুখ্য কর্মকতা নাঈমুল ইসলাম, মুক্তা প্রিয়াসহ অনেকে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড