দেবহাটা প্রতিনিধি:
দেবহাটা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১২টায় প্রেসক্লাবের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনের পরিচালনায় উপস্থিত থেকে বক্তব্যে অংশ নেন সাবেক সভাপতি আব্দুল ওহাব ও আব্দুর রব লিটু, সহ-সভাপতি রাজু আহমেদ ও আবু হুরাইরা, যুগ্ম-সম্পাদক মোমিনুর রহমান, লিটন ঘোষ বাপী, সাবেক অর্থ আরাফাত হোসেন লিটন ও কবির হোসেন, ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন সবুজ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এম,এ মামুন, কার্যনির্বাহী সদস্য বায়েজিদ বোস্তামী উজ্জ্বল ও রুহুল আমিন, সদস্য সুজন ঘোষ, এসকে ওভি প্রমুখ।
সভায় সিন্ধান্ত হয় যে, ৩১ জানুয়ারীর মধ্যে সকল সদস্যের মাসিক চাঁদা পরিশোধ করবেন এবং পরবর্তী মাস থেকে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে অর্থ সম্পাদকের নিকট রসিদ নিয়ে মাসিক চাঁদা পরিশোধ করতে হবে। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে পুনঃনির্বাচন ও অর্থ সম্পাদক এবং দপ্তর সম্পাদক শুন্যপদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষে অর্থ সম্পাদক এবং দপ্তর সম্পাদক পদে আগামী ১-৪ জানুয়ারী মনোনয়ন সংগ্রহের সময় সীমা নির্ধারন করা হয়েছে। ৫ ফেব্রুয়ারী মনোনয়ন বেলা ১২টার মধ্যে জমা এবং রাত্র ৮টার মধ্যে প্রত্যাহারের শেষ সময় নির্ধারন করা হয়। আগামী ৯ ফেব্রুয়ারী সকাল ৯টা হতে দুপুর ১২ টা পর্যন্ত বিরামহীন ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচন সম্পন্ন করতে সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাবকে আহবায়ক, সাবেক সভাপতি আব্দুর রব লিটু ও সহ-সভাপতি অধ্যাপক রাজু আহম্মেদকে সদস্য মনোনিত করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
Leave a Reply