মোহাঃ ফরহাদ হোসেন কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
খুলনা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত কয়রা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলি অব খুলনা ইউনিভার্সিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল ৪ টায় খুবির সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
মোঃ খায়রুল আলমের সভাপতিত্বে সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. এস. এম. মাহবুবুর রহমান সহ সকল সদস্যের উপস্থিতিতে আগামী এক বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে বিশ্ববিদ্যালয়ের এফএমআরটি ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আরিফুজ্জামান উজ্জ্বলকে সভাপতি ও অর্থনীতি ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মেহেবুব হাসান মিথুনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি ফারজানা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সিয়াম, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ সরদার, সহ-সাংগঠনিক সম্পাদক তাপশ দাস, অর্থ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, দপ্তর সম্পাদক মোঃ আল মাসুদ, প্রচার সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ বেলালী , কার্যনির্বাহী সদস্য মাহবুবা নাসরিন, মোঃ মাহবুবুল হাসান, মোঃ ফারুক হোসেন, মোঃ হোসেন আলী ও মোঃ নাসরুল্লাহ। কমিটির সকল নেতৃবৃন্দকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
Leave a Reply