নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট এর কার্যক্রম পরিদর্শনে আসেন খুলনা রেঞ্জ অতিরিক্ত ডিআইজি (অর্থ) মোঃ ইকবাল। স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট আকর্ষিক পরিদর্শনে আসেন তিনি। এসময় অতিরিক্ত ডিআইজি ইমিগ্রেশনে আগত যাত্রীদের সাথে কথা বলেন এবং সেবার মান নিয়ে খোঁজখবর নেন। ইমিগ্রেশন পুলিশের কর্মকান্ড দেখে সন্তোষ প্রকাশ করেন অতিরিক্ত ডিআইজি। এছাড়া যাত্রীদের আরও উন্নত সেবা প্রদানের নির্দেশ প্রদান করেন তিনি।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার’র পক্ষে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, ভোমরা ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট ইনচার্জ মাজরিহা হোসাইন সহ ইমিগ্রেশনে কর্মরত অফিসার ও ফোর্সবৃন্দ।
Leave a Reply