সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার সকল সরকারি দপ্তর ও বিভাগের প্রধানদের প্রতি জেলা প্রশাসকের জরুরী বার্তা।
জরুরি বার্তায় তিনি জানান, উন্নয়নের অগ্রযাত্রায় ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ ও মেধাসম্পন্ন জাতি গড়ে তুলতে শিক্ষার কোন বিকল্প নেই। জাতীয় অর্থনৈতিক উন্নয়নের অন্যতম নিয়ামক হলো দক্ষ মানবসম্পদ। আর দক্ষ মানবসম্পদ উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান সমুহের গুরুত্ব অনস্বীকার্য।
সরকার শিক্ষা বিভাগের আওতায় নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, বিদ্যমান প্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য একাধিক প্রকল্প ও কার্যক্রম গ্রহণ করেছে। মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিতকরণে শিক্ষা মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভাগসমূহ নিরলস পরিশ্রম চালিয়ে যাচ্ছে। আপনি ও আপনার সহকর্মীদের ঐকান্তিক সহযোগিতা ও মূল্যবান দিকনির্দেশনা শিক্ষার মান উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করি। এ কারণে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়নে নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, শিক্ষক ও ছাত্র – ছাত্রীদের সাথে মতবিনিময় করা প্রয়োজন।
জেলার সকল সরকারি দপ্তরের বিভাগীয় প্রধানগণ স্ব স্ব বিভাগের সরকারি কাজে যাওয়া আসার পথে একটি করে শিক্ষা প্রতিষ্ঠান করবেন। তিনি শ্রেণিকক্ষে শিক্ষক ও ছাত্র – ছাত্রীদের সাথে মতবিনিময়পূর্বক প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন। সর্বোপরি নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন সহ শিক্ষা কর্মসূচীর বৈচিত্রায়ন, সম্প্রসারণ ও উন্নয়নে আপনার সুচিন্তিত মতামত ও পরামর্শ একান্তভাবে কামনা করছি।
Leave a Reply