সংবাদ শিরোনামঃ
হাফেজ শেষ করে সকলের কাছে দোয়া চেয়েছেন আবু রায়হান ও তার পরিবার

হাফেজ শেষ করে সকলের কাছে দোয়া চেয়েছেন আবু রায়হান ও তার পরিবার

 

শাহানুর আলম, উপকুল প্রতিনিধিঃ

অনেক প্রতিকুলতার মধ্য দিয়ে লক্ষীখালী বাগে জান্নাত দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা থেকে হাফেজ শেষ করে সকলের কাছে দোয়া চেয়েছেন শ্যামনগর উপজেলার অন্তর্গত উপকুলীয় জনপদ দ্বীপ ইউনিয়ন গাবুরার লক্ষীখালী গ্রামের মৃত এরশাদ মোড়লের ছেলে আবু রায়হান।

আবু রায়হানের বাবা এরশাদ মোড়ল ৮ বছর আগে একটি রোড এক্সিডেন্টে মৃত্যু বরন করেন। বাবার মৃত্যুর পর আবু রায়হানের মা মেহেরুন্নেসা বাড়িতে দর্জির কাজ করে জীবিকা নির্বাহ করে, তারই পাশাপাশি সকলের সহযোগিতায় ছেলে আবু রায়হানকে একজন ভালো আলেম বানানোর উদ্দেশ্যে লক্ষীখালী বাগে জান্নাত দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করান। আজ সে হাফেজ শেষ করেছেন। সকলের কাছে দোয়া চেয়েছেন সে যেন বড় আলেম হতে পারে এবং একজন দিনের খাদেম হয়ে ইসলামের দিন প্রচার করতে পারে।

লক্ষীখালী বাগে জান্নাত দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আকিজ উদ্দিন বলেন, আবু রায়হান আমাদের মাদ্রাসার একজন মেধাবী ছাত্র। তার বাবা মারা যাবার পর সকলের আর্থিক সহযোগিতায় তাকে আমাদের মাদ্রাসায় ভর্তি করানো হয়। ১৭ বছর বয়সে সে হাফেজ শেষ করেছে। আমরা সবাই তার সর্বাঙ্গীণ উন্নতি কামনা করছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড