শ্যামনগর প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী এসআর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসারের আত্মহত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিমসহ ছয় আসামিকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (৭ জানুয়ারি) রাতে ঢাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল জানান, আবুল বাসারকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দায়েরকৃত মামলার ছয় আসামিকে ঢাকা রমনা এলাকায় একটি ভাড়া বাসা থেকে গ্রেফতার করে র্যাব রোববার সকালে থানায় হস্তান্তর করেছে। জানাযায় তারা হাইকোর্টে জামিন ধরার জন্য সেখানে অবস্থান করছিলেন।
আটককৃতরা হলেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও কৈখালি ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, শ্যামনগর উপজেলার যাদবপুর গ্রামের শেখ মোমিন আলীর ছেলে কৈখালি এসআর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভক সদস্য আলী মোর্তজ, পশ্চিম কৈখালি গ্রামের জমির গাজীর ছেলে অভিভাবক সদস্য জাকির গাজী, সাহেবখালি গ্রামের শেখ নওশের আলীর ছেলে কৈখালি এসআর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ সালাহউদ্দিন, একই গ্রামের বাহার আলী গাজীর ছেলে সমাজিক বিজ্ঞানের শিক্ষক আব্দুল মান্নান ও বৈশখালি গ্রামের মতিউল্লাহ সরদারের ছেলে শারীরিক শিক্ষার শিক্ষক আব্দুল মজিদ।
প্রসঙ্গত, বুধবার (৪ জানুয়ারি) বেলা দেড়টার দিকে গলায় তোয়ালে দিয়ে আম গাছের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সাতক্ষীরার শ্যামনগরের কৈখালী এসআর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল বাসার। তার পরিবারের দাবি, বিদ্যালয় পরিচালনা পর্ষদের শোকজ নোটিশ পেয়ে আত্মহত্যা করেন তিনি। এই ঘটনায় প্রধান শিক্ষকের স্ত্রী নুরুন্নাহার পারভীন শ্যামনগর থানায় স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম ও স্কুলের শিক্ষকসহ মোট সাতজনের নামে আত্মহত্যায় প্ররোচনার দায়ে মামলা দায়ের করেন।
Leave a Reply