শ্যামনগর প্রতিনিধি।
সাতক্ষীরা জেলার বিভিন্ন মাদ্রাসার মেধা ভিত্তিক ছাত্রদের কুরআন প্রতিযোগিতায় শ্যামনগর গাবুরা লক্ষীখালী বাগেজান্নাত হাফিজিয়া মাদ্রাসার ৩জন ছাত্র বিজয়ী হওয়ায় প্রশংসার সাগরে ভাসছে অত্র মাদ্রাসাটির ছাত্র শিক্ষক।
লক্ষীখালী বাগেজান্নাত হাফিজিয়া মাদ্রাসার
মুহতামিম হাফেজ আকিজ উদ্দিনের নেতৃত্বে বৃহস্পতিবার সকালে কুরআন প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন।
১০ পারা গ্রুপের কুরআন প্রতিযোগিতায় ২য় হয়েছেন শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের লক্ষীখালী গ্রামের সালাউদ্দিন সরদারের ছেলে তৌফিক সিয়াম (১১),
৩০পারা গ্রুপের কুরআন প্রতিযোগিতায় ৬ষ্ট হয়েছেন লক্ষীখালীর
হাবিব সরদারের ছেলে ইয়াছিন আলী( ১৪),
এবং ১০পারা গ্রপের ৮ম হয়েছেন
রাকিবুল ইসলামের ছেলে তৌফিক ইলাহী।
পারুলিয়া সরদার বাড়ী শারমিন হিফজুল কুরআন মাদ্রাসার আয়োজনে এ কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বলে জানান আয়োজক কমিটি।বিজয়ীদের প্রশংসা পত্র,সম্মাননা স্মারক সহ বিভিন্ন পুরুস্কারে পুরুস্কিত করেছে আয়োজক কমিটি।
Leave a Reply