এম এ হালিম শ্যামনগর ঃ
শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকি বাজারে অবৈধ ভাবে চিংড়ি মাছে জেলি পুশ করার অপরাধে এক মাছ ব্যাবসায়ীকে হাতেনাতে আটক করেছে বুড়িগোয়ালিনী নৌ পুলিশের সাব ইন্সপেক্টর মোঃ সাখাওয়াত হোসেন ও এ এস আই মোঃ আব্দুস শহিদ শনিবার দূপুরে।
আটক কৃত মাছ ব্যাবসায়ী হলেন বিড়ালক্ষী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মোঃ জিল্লুর রহমান (৩৬), এস আই সাখাওয়াত হোসেনের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন শনিবার দূপুরে নওয়াবেঁকি বাজারে আটক কৃত ব্যক্তি বাগদা চিংড়ি তে জেলি ও বরফ পানি পুশ করার সময় তাকে আটক করি দশ কেজি চিংড়ি মাছ সহ যাহার মূল্য ৬ হাজার টাকা। আটককৃত আসামী ও জব্দকৃত চিংড়ি মাছ শ্যামনগর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা তূষার মজুমদারের আদালতে হাজির করলে তিনি আসামী কে মৎস্য পন্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইন ও বিধিমালা ১৯৯৭এর ৪ ধারা মোতাবেক ৫হাজার টাকা জরিমানা প্রদান করেন এবং জব্দকৃত চিংড়ি মাছ জনসম্মুখে মাটিতে গর্তখুড়ে আগুনে পড়িয়ে ধ্বংস করেন।
Leave a Reply