সাতক্ষীরা প্রতিনিধিঃ
আজ সাতক্ষীরা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে (অক্টোবর২০২২) মাসের অপরাধ বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী কাজী মনিরুজ্জামান। অপরাধ পর্যালোচনা সভায় সাতক্ষীরা জেলার অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মামলা রুজু ও নিষ্পত্তি, গুরুত্বপূর্ণ মামলা সমূহের তদন্তের অগ্রগতি, ওয়ারেন্ট তামিল, ট্রাফিক আইনের প্রয়োগ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সকল সার্কেল অফিসার ও থানার অফিসার ইনচার্জদের পুলিশ সুপার বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
অপরাধ পর্যালোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃসজীব খান,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম অ্যান্ড অপস্), জনাব মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব মোঃ আমিনুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল), জনাব এস এম জামিল আহম্মেদ, সহকারী পুলিশ সুপার(দেবহাটা সার্কেল), জনাব মোঃ সাজ্জাদ হোসেন, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল), সকল থানার অফিসার ইনচার্জ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply