সাতক্ষীরা প্রতিনিধি:
আস্কারপুর (মাটিকুমড়া) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নস্থ আস্কারপুর (মাটিকুমড়া) সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাজ উন্নয়ন ফাউন্ডেশন (এসডিএফ) নলতা’র উদ্যোগে সাইট সেভার্স ও নব জীবনের সহযোগীতায় এবং রোটারী ক্লাব অব রয়েল সাতক্ষীরার বাস্তবায়নে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে নলতার সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আশরাফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রোটারিয়ার আসাদুসজ্জামান, নবজীবনের সহকারী প্রোগ্রাম ম্যানেজার রাসেল খান চৌধুরী, প্রোগ্রাম অফিসার রফিকুল হাসান, আশিকুরজ্জামান খান, সহকারী প্রোগ্রাম অফিসার আনোয়ার হোসেন, আস্কারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানার খাতুন, খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের কর্মকর্তা মিজানুর রহমান, সাইট সেভার্সের কর্মকর্তা বনফুল চুমকি, সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার সাইদুল ইসলাম প্রমুখ।
ক্যাম্পে চক্ষু চিকিৎসা সেবা ও অপরেশনের জন্য রুগি বাছাই করেন চক্ষু বিশেষজ্ঞ ডাঃ সুমন হোসেন।
পরে চক্ষু অপরেশনের মাধ্যমে লেন্স সংযোজনের জন্য রুগিদের খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আগামী ২৫ নভেম্বর তাদের উক্ত শিবিরে পৌঁছে দেওয়া হবে বলে জানান কর্মকর্তারা।
85vmyd