সাতক্ষীরা থেকেঃ
সাতক্ষীরা জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম ও সদস্যদের চাম্পাফুল ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) বিকাল ৫ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।চাম্পাফুল ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মোজাম্মেল হক (মোজাম) এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি নব-নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ও সংবর্ধিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ নব-নির্বাচিত মহিলা সদস্য শিল্পী রাণী মৃধা ও জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য মোঃ ফিরোজ কবির (কাজল)। চাম্পাফুল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মনিরুল ইসলাম মনির সঞ্চালনায় সভায় কালিগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, কালিগঞ্জ আ’লীগ সভাপতি মুন্সি নরিম আলী মাস্টার, তারালী চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, রতনপুর চেয়ারম্যান আলী রাজ, আশাশুনি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান, চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আঃ হাকিম, আলীম আল রাজ, সাবেক চেয়ারম্যান সামছুর রহমান, জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক প্রাণকৃষ্ণ সরকার, প্রধান শিক্ষক আঃ হাকিম, আলহাজ্ব সিরাজুল ইসলাম গাইন, বীর মুক্তিযোদ্ধা মুরারী মোহন সরকার, বাজার কমিটির সহসভাপতি মোঃজাকির হোসেন, প্যানেল চেয়ারম্যান আবু বক্কর গাইন, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান, মেম্বার সাইদুজ্জামান খান, চাম্পাফুল মিনিষ্টার শোরুমের স্বতাধিকারী সাংবাদিক জাকির হোসেন
আ’লীগ নেতা আঃ গফ্ফার, পূজা উদযাপন পরিষদ সভাপতি ঠাকুর দাশ সরকার, প্রধান শিক্ষক দেবেন্দ্র বিশ্বাস,প্রমুখ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন হাফেজ আপ্তাব উদ্দিন ও গীতা পাঠ করেন আদিত্য কুমার সরকার।
Leave a Reply