মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি।
সোমবার বিকেলে মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদে কারিতাস খুলনা অঞ্চল এর সহযোগিতায় মানব পাচার প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে বলে যানান কারিতাস শ্যামনগর সাতক্ষীরার CIMMSপ্রকল্পের মি. এন্ড্রিকো মন্ডল।
তিনি আরো বলেন ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হলো। মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসিম কুমার মৃধা।
বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অঞ্চলে জলবায়ু প্ররোচারিত অভিবাসন ও আধুনিক দাসত্ব “প্রকল্পের মাধ্যমে মানব পাচার প্রতিরোধ কমিটি গঠন করে মুন্সীগঞ্জ ইউনিয়নের মানুষের জীবন ঝুঁকি রোধ করা হবে বলে নব কমিটির সভাপতির বক্তব্যে বলেন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য গণও কারিতাস খুলনা অঞ্চলের মিস নেল্লা সরকার,মোঃ সুজন সেন প্রমূখ।
Leave a Reply