বিশেষ প্রতিনিধি :
শ্যামনগরে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ( ৮ নভেম্বর) বিকাল ৩ টায় শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন সাংবাদিকদের জানান, শ্যামনগর উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ আগামী ৯ নভেম্বর বুধবার শ্যামনগর মডার্ন স্কুলে অনুষ্ঠিত হবে। তিনি এ সময় বলেন, মেলায় স্থাপিত প্যাভিলিয়ন, স্টল থেকে সরকারি বেসরকারি ডিজিটাল সেবা প্রদানের ব্যবস্থা করা। ডিজিটাল সেবার মান উন্নয়নে নাগরিকদের মূল্যায়ন সম্পর্কে অনলাইনে মতামত গ্রহণের ব্যবস্থা করা। সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, নাগরিক প্রতিনিধি, সাংবাদিক, মহিলা সমিতি, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী মেলায় অংশগ্রহণ করবেন। সময় উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান সুমন, যুগ্ম বতর্মান সাধারণ সম্পাদক এম আব্দুর রহমান বাবু, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ রুবেল প্রমুখ।
Leave a Reply