কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
দিনমজুর পিতার মেয়ে মোছাঃ সামছুন্নাহার বয়স ২৪ বছর পিতার সংসারেই থাকছেন তিনি। অথচ দু’টি হাত ও দু’টি পা অচল। প্রতিবন্ধী অবস্থায় পরিণত হয়েছে বছর খানেক হলো, খুলনার একজন অভিজ্ঞ অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডাঃ কিউ. এইচ আজগারকে দেখিয়েছেন খুলনা পঙ্গু হাসপাতালে। তিনি বলেছেন, অপারেশন করলে ঠিক হতে পারে। অপারেশনের জন্য প্রয়োজন প্রায় তিন লাখ টাকা। কিন্তু দিনমজুর পিতা মোঃ কামাল হোসেনের পক্ষে এতো টাকা দেওয়ার সর্মথন নেই। এজন্য তিনি মেয়ের চিকিৎসার জন্য সমাজের বিত্ত্ববানদের নিকট সাহায্য কামনা করেছে। মেয়ের চিকিৎসার জন্য খুলনা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম বানিয়াখামার আন্দির পুকুর ক্লাব মোড়ের একটি ভাডায় বাড়িতে তারা বসবাস করলেও তাদের মূল বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলা গোবিন্দপুর এলাকায়। তার চকিৎসার সাহায্য পাঠানোর জন্য ০১৪০৮ ০৩০১০০ (পারসোনাল বিকাশ) নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জনিয়েছে তার পরিবার। সকলের সহযোগিতায় ভাল একটি জীবন ফিরে পেতে পারে অসহায় সামছুন্নাহার।
Leave a Reply