এম,আই বাবু //শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের খোলরাস্তা নামক স্থানে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র সংঘর্ষে নারীসহ ৫ জন আহত হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) বেলা ১২ টায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ৯নং পোলা গ্রামের মৃত্যু রুপদাদ গাজীর দুই ছেলে কাদের, শাহিনুর
একই গ্রামের মৃত্যু সুলতান গাজীর ছেলে হযরত নূরের মধ্যে জায়গা জমি নিয়ে বেশ কয়েক বছর যাবৎ দুই পরিবারের মধ্যে দন্দ লেগে আছে। তারই জের ধরে শুক্রবার দুপুরে শাহিনুর নিজের পুকুরে মাছ ধরতে গেলে হযরত নুর গাজী দলবল নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে এলোপাতাড়ি মারধর শুরু করে। এতে দুইপক্ষের মধ্যে ৫ জন আহত হয়েছেন।
আহতরা হলেন, আলেকজান স্বামী কাদের গাজী, হোসেন পিতা কাদের গাজী, শাহিনুর পিতা মৃত রূপচাঁদ গাজী, হযরত নুর, আলতাফ হোসেন, উভয় পিতা মৃত সুলতান গাজী। আহতরা বর্তমানে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
Leave a Reply