ডেস্ক রিপোর্টঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মাহমুদপুরে আজ রোববার সকালে এক ভাইয়ের হাতে অপর মকমল নামে বড় ভাই খুন হয়েছে বলে জানা যাচ্ছে। জমি জমা সংক্রান্ত বিষয়ে এই খুনের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। জানা গেছে, আজ সকালে শ্যামনগর মাহমুদপুর গ্রামের লোকমান হোসেন তার ব্যবসা প্রতিষ্ঠানের দোকান খুললে উক্ত দোকানসহ জমিজমা সংক্রান্ত বিষয়ে ঝক্কি ঝামেলা সৃষ্টি হয় তার ভাইয়ের সাথে। এক পর্যায়ে আজ সকালে তর্ক বির্তকে এক পর্যায়ে তার মেজো ভাই বড় ভাই মকমলকে রড দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়। এই বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মোর্শেদ জানিয়েছেন সংবাদ পেয়ে তাৎক্ষণিক ভাবে আমিসহ থানা পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন
Leave a Reply