রবিউল ইসলাম বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধিঃ
সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি)
(২৬ অক্টোবর ২০২২) বুধবার বিকেলে শ্যামনগর পরিবেশ উন্নয়ন ক্লাবের উদ্যোগে নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ)
কার্যলয় চত্বরে পরিষ্কার পরিছন্নতার অভিযান পরিচালনা করে। উক্ত পরিষ্কার অভিযান পরিচালনা করেন বুড়িগোয়ালিনী পরিবেশ উন্নয়ন ক্লাবের সহ-সভাপতি রবিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন গণমূখী এনজিএফ এর, ক্ষুদ্র ঋণ,পরিচালক আলমগীর কবির,
প্রসপারিটি প্রকল্প প্রধান আব্দুল হামিদ, এসইপি-কাঁকড়া প্রকল্প প্রধান, মোহাম্মদ খালেদ শামস, বুড়িগোয়ালিনী পরিবেশ উন্নয়ন ক্লাবের
সাধারণ সম্পাদক সাহেব আলী, এনজিএফ এর প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ সহ পরিবেশ ক্লাবের সকল সদস্যরা।
উপস্থিত সকলে মিলে শ্যামনগর নওয়াবেঁকি এনজিএফের মূল ফটক সহ উক্ত কার্যলয়ের সর্ব আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্নতা করেন।
Leave a Reply