রবিউল ইসলাম বুড়িগোয়ালিনী(শ্যামনগর) প্রতিনিধি।
গাবুরা ডুমুরিয়া স্লুইস গেট টি ঝুঁকিপূর্ণ যে কোন মূহুর্তে ভেঙে প্লাবিত হতে পারে দ্বীপ ইউনিয়ন গাবুরা।
এই নিউজের পর টনক নড়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের তিন দিন পর গাবুরা ডুমুরিয়া এলাকার পানি নিস্কাশনেন স্লুইস গেটের পাটা লাগিয়ে দিলেন শুক্রবার সকালে পানি উন্নয়ন বোর্ড।
পাটা লাগানোর পর এলাকাবাসী সন্তুষ্টি প্রকাশ করে বলেন
ডুমুরিয়া গ্রামে প্রায় এক হাজার বিঘা জমিতে ধান চাষ করা হয়। এই গেটের পাটা না লাগালে আমাদের এলাকার ধান সব মারাযেত। পাটা লাগায়ে দেওয়ার জন্য ধন্যবাদ যানাই পানি উন্নয়ন বোর্ডে কর্মকর্তাদের কে।সেই সাথে ধন্যবাদ যানাই উপকূলীয় বার্তা নিউজ পোটালের সম্পাদক আব্দুল হালিম কে।
Leave a Reply