শ্যামনগর পদ্নপুকূর খুঁটিঘাটা এলাকার নদী ভাঙনে ঠিকাদারের লোকজন নিয়ম নীতির তৌয়াক্কা না করে ফেলছে জিউও বস্তা।সাংবাদিক দেখে তড়িঘড়ি করে চলেগেছে ঠিকাদারের লোক। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার কাছে বস্তা সেলাই না করে ফেলছে এ বিষয় যানতে চাইলে বলেন আমি বস্তা ফেলতে নিষেধ করার পর ও ঠিকাদারের লোক বস্তা ফেলছে।
Leave a Reply