শ্যামনগর প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরে রবিউল ইসলাম (৩৩) নামে ঔষধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধিকে ছুরিকাঘাত করেছে স্থানীয় বখাটে মিলন হোসেন (২০)।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কৈখালী ইউনিয়নের ভেড়ারমোড় এলাকায় এ ঘটনা ঘটে। এসময় আহত যুবককে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ইনসেপ্টা কোম্পানির বিক্রয় প্রতিনিধি রবিউল মৃত ইন্তাজ আলী গাজীর ছোট ছেলে। এঘটনায় পুলিশ
তাৎক্ষণিক মিলনের পিতা শাহাজানসহ ভগ্নিপতি আবুকে আটক করেছে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে বাড়ির সামনের সড়কে দাড়িয়ে রবিউল ও আব্দুল হান্নান কথা বলছিলেন। এসময় দু’জন তর্কে জড়িয়ে পড়লে আব্দুল হান্নানের ছেলে মিলন দ্রুত বাড়ির মধ্য হতে বের হয়ে এসে রবিউলের পেটের মধ্যে ধারালো চাকু ঢুকিয়ে দেয়। মুহূর্তের মধ্যে রবিউল মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, এঘটনায় পুলিশ দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
Leave a Reply