ভোলার লালমোহনে বেসরকারি টেলিভিশন মাইটিভি’র লালমোহন-তজুমদ্দিন প্রতিনিধি আরিফ তুষার কে ফোন দিয়ে তাঁর মায়ের কথা বলে ডেকে এনে অতর্কিত হামলা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে লালমোহন থানা ফটকের সামনে এ হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত আরিফ তুষার কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে খবর পেয়ে তাকে দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।এদিকে এদিন রাতেই সাংবাদিকের উপর হামলা ঘটনার মূলহোতা আসাদুজ্জামান এলিন কে আটক করেছে লালমোহন থানা পুলিশ।
এ ঘটনায় আরিফ তুষার বাদি হয়ে লালমোহন থানায় মামলা দায়ের করেন।
Leave a Reply