[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
বাবলু জোয়াদ্দার নিজস্ব প্রতিনিধ।
শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী গ্রামে বিড়ালাক্ষী আশ্রয়ণ প্রকল্পের নারীদের নিয়ে বিশ্ব নারী দিবস পালন করা হয়।
আজ (১৫ই অক্টোবর) বেসরকারি গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় দিবস টি পালন করে স্থানীয় জনগোষ্ঠীর নারীরা।
বিশ্ব নারী দিবস উপলক্ষে নারীরা গ্রামীন নারীর সফলতার গল্পের আসর বসান।গ্রামীণ নারীর সফলতার গল্পের আসরে সফলতার গল্প বলেন দাতিনাখালী বনজীবী নারী উন্নয়ন সংগঠনের সভাপতি শেফালী বিবি এবং ধুমঘাট শাপলা কৃষি নারী সংগঠনের সভাপতি জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষাণী অল্পনা রানী মিস্ত্রী।
শেফালী বিবি এবং অল্পনা রানী গ্রামের এদমই সাধারণ নারী হয়ে কত বাধা বিপত্তি পাড়ি দিয়ে মানুষের কথার তোয়াক্কা না করে কিভাবে সফল হয়েছেন সেই গল্প বলেন বিড়ালাক্ষী আশ্রয়ণ প্রকল্পের নারীদের।
স্হানীয় জনগোষ্ঠীর নারীরা ও তাদের সফলতার গল্প বলেন৷ এভাবে একে অপরের গল্পের মাধ্যমে জমে উঠে সফলতার গল্পের আসর।
গল্পের আসরে আরও উপস্থিত ছিলেন বারসিকের সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার কর্মসূচি কর্মকর্তা বাবলু জোয়ারদার এবং সহকারী কর্মসূচি কর্মকর্তা রুবিনা পারভীন
Leave a Reply