শ্যামনগর উপজেলার একটি গুরুত্বপূর্ণ সড়ক ভামিয়া–পোড়াকাটলা পিচির রাস্তা সংস্কারকাজে নিম্নমানের উপকরণ ব্যবহার ও নির্ধারিত পরিমাপ না মানার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার কাজ চলমান অবস্থায় খোয়া ও হেজিং মানহীনভাবে দেওয়া হচ্ছে। কাজের ডিজাইন অনুযায়ী রাস্তার দুই পাশে তিন ফুট ফ্ল্যাংক দেওয়ার কথা থাকলেও বাস্তবে এক থেকে দেড় ফুট ফ্ল্যাংক দেওয়া হচ্ছে।
এতে এলাকার মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন বলেন,রাস্তা তৈরি হচ্ছে সরকারি অর্থে, কিন্তু মান ঠিক না রাখলে কিছুদিনের মধ্যেই ভেঙে যাবে। এতে সরকারের টাকাই অপচয় হবে।
আরেক স্থানীয় বাসিন্দা শাজাহান বলেন,আমরা চাই কাজের মান ঠিক থাকুক, যাতে এলাকাবাসী দীর্ঘদিন এই রাস্তা ব্যবহার করতে পারে।
ভামিয়া এলাকার গৃহিণী নুরুনাহার জানান, এই রাস্তার কাজ প্রথম থেকে দেখছি অনিয়ম হচ্ছে তারপরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখেও দেখেন না।
সংশ্লিষ্ট ঠিকাদারের প্রতিনিধির কাছে জানতে চাইলে তিনি বিষয়টি স্বীকার করে বলেন তিন ফুট মাটি দেওয়ার কথা ঠিক আছে কিন্তু আমরা পরবর্তীতেই যেটুকু কম আছে সেটি দেওয়ার ব্যবস্থা করব।
এ বিষয়ে বুড়ি গোয়ালিনী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যের কাছে জানতে চাইলে তিনি বলেন,কাজের গুণগত মান নিয়ে অভিযোগ আসায় আমরা বিষয়টি খতিয়ে দেখছি। প্রয়োজনে সংশ্লিষ্ট ঠিকাদারকে সতর্ক করা হবে।
এ বিষয়ে উপজেলা এলজিইডির ইঞ্জিনিয়ার এর সাথে মোবাইল ফোনে(0 1757-779903) যোগাযোগ করতে চাইলেও তিনি মোবাইল ফোনটি রিসিভ করেন নাই।
পরবর্তীতে বিষয় টি জানতে উপজেলা এলজিইডি এর সংশ্লিষ্ট প্রকৌশলী এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমরা বিষয়টি আপনার মাধ্যমে জানার পর কাজের স্থানে যাওয়ার প্রস্তুতি নিয়েছি । যদি মানহীন কাজের প্রমাণ মেলে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সরোজমিনে শনিবার সকালে যেয়ে দেখা যায় রাস্তাটির উপকরণ দেওয়া হচ্ছে নিম্নমানের এবং হেজিং এর ফ্ল্যাংক দেওয়ার কথা ছিল তিন ফুট দেওয়া হচ্ছে এক থেকে দেড় ফুট।
স্থানীয়রা দ্রুত সরকারি তদন্ত ও মানসম্মত সংস্কারকাজ নিশ্চিতকরণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।