সংবাদ শিরোনামঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫  শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে   কালিগঞ্জে আ’লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে উপজেলা বিএনপির মিছিল সমাবেশ অনুষ্ঠিত চুনকুড়ি টহলফাঁড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা সজল মজুমদারের ওপর সন্ত্রাসীদের হামলায় থানায় জিডি দেবহাটায় কুলিয়ায় গ*লা*য় দড়ি দিয়ে আ*ত্মহ*ত্যা করেছে এক দিনমজুর তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছে দেবহাটা উপজেলা বিএনপি বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের উদ্যোগে অসহায়-হতদরিদ্র ১৫০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ  কালিগঞ্জের দঃ শ্রীপুর ইউনিয়ন বিএনপির কমিটি গঠন জুলফিকার সভাপতি মোতাহার সম্পাদক সুন্দরবনে হরিণ শিকারী তৎপরতা বেড়ে গেছে এমন খবরে বনবিভাগ জেগেবসেছে
চুনকুড়ি টহলফাঁড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা সজল মজুমদারের ওপর সন্ত্রাসীদের হামলায় থানায় জিডি

চুনকুড়ি টহলফাঁড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা সজল মজুমদারের ওপর সন্ত্রাসীদের হামলায় থানায় জিডি

Oplus_0

নিজস্ব প্রতিবেদকঃ
 সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন চুনকুড়ি বন টহল ফাঁড়ীর ভারপ্রাপ্ত  কর্মকর্তা সজল মজুমদারের ওপর সন্ত্রাসীদের হামলায় থানায় জিডি করা হয়েছে বলে জানাযায়।
রবিবার(০২ ফেব্রুয়ারী) সন্ধ্যায়।
হামলার বিষয়ে সজল মজুমদারের কাছে জানতে চাইলে তিনি বলেন আজ আমাদের উপর যাহারা হামলা করেছিল ঐহামলাকারীদের বিরুদ্ধে,
গত ২৭/০১/২০২৫ ইং তারিখ
 হরিণ শিকার করার অপরাধে আমার পার্শ্ববর্তী মীরগাং বন টহল ফাঁড়ী POR বন মামলা নং- ০১/মরগাং অব ২০২৪-২৫ খ্রিঃ রুজু করে। এবং গত ২৮/০১/২৫ ইং তারিখ শিংহড়তলী খাল থেকে আমি একটি জিবিত হরিণ উদ্ধার করে অবমুক্ত করি। তাদের পাতা ফাদ থেকে উদ্ধার করে ছেড়ে দেওয়ার কারণে বিবাদীরা আমার ও আমার সহকর্মীদের উপরে আরো ক্ষিপ্ত। তারি জের ধরে তাদের বিরুদ্ধে মামলা হওয়ার কারণে বিবাদীগন ক্ষুদ্ধ হয়ে আমার সহকর্মী ও সিপিজি সদস্যদের বিভিন্ন ভাবে ভয়-ভীতি হুমকি দিচ্ছে।
 তিনি আরো বলেন রবিবার সন্ধ্যার সময় চুনকুড়ি গ্রামের আজগার মোড়লের ছেলে আনিচুর রহমান (৩৫), মৃত মোছার আলী মোড়ল ছেলে মোঃ আবিয়ার রহমান (৩৫), মৃত্যু ওয়াহেদ আলী সরদারের ছেলে আব্দুর রহিম সরদার (৪৩)সাথে আমাদের হরিনগর বাজারে দেখা হইলে সকল বিবাদীগন আমাদের রাস্তা অবরুদ্ধ করে আমাদের বিভিন্ন ভাষায় গালি-গালাজ করতে থাকে। আমরা তাদের কথায় প্রতিবাদ করিলে বিবাদীরা আমাদের মারপিট করিতে উদ্যত হয়, ও জীবন নাসের হুমেকি দেয়। বিবাদীরা আরো বলে আমাদের অস্ত্র লুট করে নিবে রাস্তাঘাটে যেখানে পাইবে মারপিট করে খুন জখম করিবে। এমতাবস্থায়, উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারন ডাইরীভূক্ত করিয়া রাখা একান্ত প্রয়োজন বলেই রবিবার সন্ধ্যায় এই মর্মে সাধারণ ডাইরী করা হয়েছে। জিডি ট্র্যাকিং নং: WL2VR8 জিডি নং: ৮৭।
নাম প্রকাশে অনিচ্ছুক চুনকুড়ি গ্রামের এক ব্যক্তি বলেন এক নং বিবাদী আনিছুর রহমান মুন্সিগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক কমিটির সক্রিয় সদস্য ছিলেন, বর্তমানে সে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অন্তর্ভুক্ত দাবি করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড