সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন ও সিপিজির সদস্যদের কঠোর অভিজানে প্রতিনিয়ত সুন্দরবনের বিভিন্ন স্থান হতে উঠানো হচ্ছে শিকারীদের পাতা ফাঁদ।
(৩১শে জানুয়ারি) শুক্রবার সকালে সুন্দরবনের বড়কেয়া খালী খালের তেরকাটি ভারানি হতে ২১৫পিচ ফাঁদের দড়ি উদ্ধার করেছে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা ও সিপিজির সদস্য গন। এবিষয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন বনবিভাগের সদস্য ও সিপিজির সদস্যদের নিয়ে প্রতি দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুন্দরবনের বিভিন্ন স্থানে অভিজান পরিচালনা করি থাকি। তিনি আরো বলেন আজ শুক্রবার ভোররাত থেকে অভিজান চালিয়ে ২১৫টি ফাঁদের দড়ি উদ্ধার করেছি, এবং ওই স্থানে হরিণ শিকার করা যে ঘেরা দেওয়া ছিল সেটি ভেঙেগুড়িয়ে দেওয়া হয়েছে। শুক্রবার সকালে হরিণ শিকার করা ফাঁদ উদ্ধারের বিষয় সিপিজির সদস্যদের কাছে জানতে চাইলে সিপিজির সদস্যরা বলেন।
প্রতিনিয়ত আমাদের কাছে খবর আশে সুন্দরবনের বিভিন্ন স্থানে হরিণ শিকারীরা ফাঁদ পেতে হরিণ শিকার করছেন,আমরা ও বনবিভাগের সদস্য মিলে রাত দিন পাহারা বসিয়ে, কেনো সময় হরিণের মাংস ও ফাঁদের দড়ি উদ্ধার করেই যাচ্ছি। তারই ধারাবাহিকতায় বুধবার দিন গত রাতে হরিণের মাংস ও মাতাসহ উদ্ধার করি এবং শুক্রবার সকালে সুন্দরবনের কেয়াখালি খাল এলাকা হতে ২১৫ পিস হরিণ ধরা ফাঁদের দড়ি উদ্ধার করি, এবং সেই স্থানে হরিণ ধরার যে ঘেরা দেওয়া ছিল সেই ঘেরাটি ভেঙে চুরমার করে দেয়। সিপিজি সদস্যরা আরও বলেন আমরা সুন্দরবনের বাউন্ডারি এলাকা দিয়ে পাহারা দিয়ে হরিণ শিকারী চক্র টি বনে যাহাতে ঢুকতে না পারে, কঠোর পদক্ষেপ নিয়েছে।
Leave a Reply