বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি।
সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন ও কলাগাছিয়া বন টহলফাঁড়ী, সিপিজের সদস্যরা গত বুধবার(২৯ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের অবৈধ হরিণের ১৩ কেজি মাংস উদ্ধার করেছে বলে জানাযায়।
সুন্দরবন সংলগ্ন গাবুরা ইউনিয়নের ৯ নং সোরা মদনের খাল এলাকা হতে সুন্দরবনের হরিণের মাথা ১ টি ও ২টি পাসহ ১৩কেজি মাংস উদ্ধার করা হয়েছে বলে জানান বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা।
বনবিভাগ সূত্রে জানাযায় নিয়মিত টহল দেওয়া কালে খবর পেয়ে সাথে সাথে মদনের খাল স্থানে পৌঁছাতেই বনবিভাগের অবস্থান টেরপেয়ে ঐ শিকারী চক্রটি পালিয়ে যায়, এসময় কাওকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার করা হরিণের মাংস, মাথা ও পা, বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা রেঞ্জে নিয়ে আশার পর, স্থানীয় ইউ পি সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে কেরোসিন তেল দিয়ে মাটিতে পুতেফেলা হয়েছে বলে জানান বুড়িগোয়ালিনী ষ্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান। এ বিষয়ে কোন মামলা হবে কিনা জানতে চাইলে স্টেশন কর্মকর্তা বলেন বন আইনে নিয়মিত মামলা অনুসারে একটি সি,আর, মামলা করা হবে।
Leave a Reply