আশাশুনি প্রতিনিধি :
আশাশুনিতে বড়দল ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি আজহারুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বকুল ও সাংগঠনিক পদে সম্পাদক আবু হুরায়রা মামুন নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার(৩০জানুয়ারি) তারিখ সকাল ১০ টা থেকে মাদিয়া প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে অন্য কেউ মনোনয়নপত্র দাখিল না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম মন্টু ও আরিফুল ইসলাম বকুল।
সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন আবু হুরায়রা মামুন, রবিউল ইসলাম ও কামরুল ইসলাম।
৪৯০ জন ভোটারের মধ্যে ২৯৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে বাতিল হয়েছে ৮টি ভোট।
২৩৩ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আবু হুরায়রা মামুন। রবিউল ইসলাম ৪৬ ও কামরুল ইসলাম পেয়েছেন ১০ ভোট।
নির্বাচন পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও প্রধান নির্বাচন কমিশনার শেখ আব্দুর রশিদ। তাকে সহযোগিতা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম ও রবিউল আউয়াল ছোট।
ফলাফল ঘোষণা করার সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সদস্যসচিব মশিউল হুদা তুহিন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আহ্বায়ক আনুলিয়া ইউপি চেয়ারম্যান ও সাতক্ষীরা ০৩ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী মোঃ রুহুল কুদ্দুস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম, সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, কৃষক দলের সদস্য সচিব আব্দুল কাদের মোল্লা, জাসাস এর আহ্বায়ক আসাদুজ্জামান, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ সহ উপজেলা বিএনপি সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply