নিজস্ব প্রতিনিধিঃ
“জুলাই এর প্রেরণা, দিতে হবে ঘোষণা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দ্রুত প্রকাশের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ১১ই জানুয়ারি শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত শ্যামনগর উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে জুলাইয়ের ঘোষণাপত্রের দাবি সম্মিলিত লিফলেট বিতরণ করা হয়।
জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দ্রুত প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ কারেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক মেজবাহ কামাল মুন্না, স্বাস্থ্য উপ কমিটির সমন্বয়ক ও স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারি ডাক্তার মাহমুদুল হাসান, স্বাস্থ্য উপ কমিটির সদস্য ও নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য ডাক্তার মনিরুজ্জামান মনির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক মাসুম বিল্লাহ সহ ছাত্র বৃন্দ।
ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করার দাবির বিষয়সমূহ, জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করতে হবে। ঘোষণাপত্রে 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন' এর নেতৃত্ব পরিস্কারভাবে উল্লেখ থাকতে হবে। অভ্যুত্থানে আওয়ামী খুনী ও দোসরদের বিচার নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করতে হবে। ১৯৪৭ সালের পাকিস্তান আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা পরিস্কার করতে হবে। ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করতে হবে। নতুন রাজনৈতিক বন্দোবস্তে সব ধরনের বৈষম্য নিরসনের মধ্য দিয়ে নাগরিক পরিচয় প্রধান করে রাষ্ট্রকাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি থাকতে হবে। জুলাই অভ্যুত্থানের একমাত্র প্রধান লক্ষ্য আওয়ামী ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করা ছিল না; বরং গত ৫৩ বছরের বৈষম্য, শোষণ ও ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থা বিলোপ করার লক্ষ্যে এ অভ্যুত্থান সংঘটিত হয়েছে। সুতরাং বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো বিলোপ করতে সব ধরনের সংস্কারের ওয়াদা দিতে হবে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.