হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২জানুয়ারী-২৫) সন্ধায় ঠেকরা সোনার বাংলা মোড়ে কুশুলিয়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগজ্ঞ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শেখ মনিরুল ইসলাম মনু, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের লিখিত বক্তব্য পাঠ করেন কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান।কুশুলিয়া ইউনিয়ন এর সদস্য সচিব মোঃ মুরশিদ আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগজ্ঞ উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক শাহীন কবির, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সিনিঃ যুগ্ন আহ্বায়ক এম হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ আরিফুর রহমান ছোটন, উলামা দলের উপজেলা সভাপতি হাফেজ আব্দুল মজিদ, মৌতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডাঃ ময়নুদ্দীন ময়না, উপজেলা জাসাস এর আহ্বায়ক মুরশিদ আলী, সিনিঃ যুগ্ন আহ্বায়ক শাহাজান আলী মোড়ল, সদস্য সচিব জিএম মারুফ বিল্লাহ, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শরিফুল হালদার, আবুল হোসেন, ইদ্রিস আলী , ফিরোজ হোসেইন, মৌতলা ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব নূর ইসলাম, ছাত্রদলের জাকির হোসেন, ওমর, সোহাগ হোসেন, মামুন হোসেন প্রমুখ। কেন্দ্র ঘোষিত তিনমাস ব্যাপী কৃষক সমাবেশ এর অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রায় সহস্রধিক নেতা, কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.