হাফিজুর রহমান শিমুলঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১জানুয়ারী-২৫) বিকেলে মৌতলা ইউনিয়ন পরিষদ চত্তরে মৌতলা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক হাবিবুর রহমান বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান। কালিগঞ্জ উপজেলার নাগরিক দলের সভাপতি জয়নাল এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সিনিঃ যুগ্ন আহ্বায়ক এম হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ আরিফুর রহমান ছোটন, উলামা দলের উপজেলা সভাপতি হাফেজ আব্দুল মজিদ, মৌতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডাঃ ময়নুদ্দীন ময়না, কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের আহবায়ক আমিনুর রহমান, সদস্য সচিব হাফিজুল ইসলাম হাফি, উপজেলা জাসাস এর আহ্বায়ক মুরশিদ আলী, সিনিঃ যুগ্ন আহ্বায়ক শাহাজান আলী মোড়ল, সদস্য সচিব জিএম মারুফ বিল্লাহ, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শরিফুল হালদার, আবুল হোসেন, ইদ্রিস আলী , ফিরোজ হোসেইন, মৌতলা ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব নূর ইসলাম, ছাত্রদলের জাকির হোসেন, ওমর, সোহাগ হোসেন, মামুন হোসেন প্রমুখ। কেন্দ্র ঘোষিত তিনমাস ব্যাপী কৃষক সমাবেশ এর অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রায় সহস্রধিক নেতা, কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। এসময়ে বক্তাগন বলেন সকল ভেদাভেদ ভুলে দলকে সু সংগঠিত করতে হবে। বিগত হাসিনা পতন আন্দোলন সংগ্রামে সাতক্ষীরা ৪ আসনের সাবেক সফল সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দিনের নেতৃত্বে মাঠে ময়দানে ছিলেন তাদেরকে মুল্যায়ন করতে হবে। সুবিধাবাদী দলের সদস্যরা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে তাদেরকে চিহ্নিত করে সমুচিত জবাব দিতে হবে। কৃষক সমাবেশ এর মাধ্যমে এ উপজেলার কৃষককুলে ব্যপক সাড়া পড়েছে। এমনিভাবে সকলকে কর্মী ও সমর্থক এবং ভোটার বাড়াতে কাজ করতে হবে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.