মোঃ নুরউল্লাহ হোসেন,ঢাকা::
দেশের কয়েকটি বিভাগের ওপর দিয়ে কয়েক দফায় মাঝারি ও তীব্র শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এ মাসে ৩ থেকে ৪টি শৈত্যপ্রবাহের ইঙ্গিত দিয়েছে তারা। এ ছাড়া গত কয়েক বছরের চেয়ে এবার জানুয়ারিতে শীত বেশি পড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
হিমেল বাতাসের সঙ্গে ঝরছে কুয়াশা। বছরের প্রথম দিন গতকাল বুধবার ভোর থেকেই এ চিত্র দেশজুড়ে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা ভেদ করে সূর্য উঁকি দিলেও রোদের উত্তাপ ছিল কম। আজ বৃহস্পতিবার রাজধানীর সকালটা আরও ঠান্ডা। কুয়াশা ও হিমেল হাওয়ায় শীত যেন জেঁকে বসেছে।
আবহাওয়া অফিস বলছে, হিমেল বাতাস আর কুয়াশায় বেড়েছে শীতের প্রকোপ। এ মাসেই ৩/৪ টি মাঝারি ও একাধিক তীব্র শৈত্যপ্রবাহের ইঙ্গিত দিয়েছে তারা। এ নিয়ে আবহাওয়াবিদ বজলুর রশিদ বলছেন, ‘এটা বাংলাদেশের শীতলতম মাস। এ সময় তাপমাত্রা অনেক কমে যায়। এ বছরও জানুয়ারিতে তাপমাত্রা কম থাকবে। হয়তো ২-৩টা মৃদু থেকে মাঝারি ও ১-২টা তীব্র শৈত্যপ্রবাহ চলে আসতে পারে। সেক্ষেত্রে দেশের উত্তরাঞ্চলের তাপমাত্রা ৪-৫ ডিগ্রিতেও নেমে যেতে পারে।’
দেশের কোথাও কোথাও তাপমাত্রা নেমে আসছে দশের নিচে। শীতের এমন প্রকোপ চলতে পারে আরও কয়েকদিন। বজলুর রশিদ বলেন, ‘উপরের দিকের ঠান্ডা বাতাস যখন নিচের দিকে নেমে আসে, তখন শীত বেশি অনুভূত হয়। এর বাইরে এবার কুয়াশাটা একটু বেশি। এই অবস্থা আগামী কয়েকদিন থাকতে পারে। এমন হলে, দেশের বিভিন্ন এলাকায় শীত পড়বে বেশি।’
আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এসময় মাঝারি থেকে ঘন কুয়াশায় বাড়তে পারে শীতের তীব্রতা
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.