প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৪, ২০২৫, ১০:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৪, ৭:৪২ পি.এম
শ্যামনগরে দ্বন্দ্ব রূপান্তর বিষয়ক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত
আল-হুদা মালী শ্যামনগর প্রতিনিধি:
প্রান্তিক মানুষের জলবায়ু বিপদাপন্নতা মোকাবেলায় স্থানীয় দ্বন্দ¦-সংঘাত নিরসনে দ্বন্দ্ব রূপান্তর বিষয়ক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত। নেটজ পার্টনারশীপ ফর ডেভেলপমেন্ট এ্যান্ড জাস্টিস’র সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক’র পরিবেশ প্রকল্পের আয়োজনে সোমবার (৩০ ডিসেম্বর,২৪) বেলা ১১টায় শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনা সভায় শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা. রনী খাতুন সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বারসিক’র পরিচালক এবিএম তৌহিদুল আলম এর সঞ্চালনায় দাতা সংস্থা নেট্জ বাংলাদেশের প্রতিনিধি মো. জাকির হোসেন প্রান্তিক মানুষের জলবায়ু বিপদাপন্নতা মোকাবেলায় স্থানীয় দ্বন্দ¦-সংঘাত নিরসনে দ্বন্দ্ব রূপান্তর বিষয়ক গবেষণার মূল বিষয়বস্তু উপস্থাপন করেন। এসময় তিনি গবেষণা ফলাফলের ভিত্তিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সুশীল সমাজের ভুমিকা এবং কতিপয় সুপারিশমালা ও প্রস্তাবনা বিষয়ে আলোকপাত করেন। এছাড়া অনুষ্ঠানে বারসিক পরিবেশ প্রকল্পের জেলা সমন্বয়কারী মো. মাসুম বিল্লাহ পরিবেশ প্রকল্পের কার্যক্রমের সার সংক্ষেপ তুলে ধরেন।
উক্ত গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, শ্যামনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান, শ্যামনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, শ্যামনগর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবির, আশাশুনি উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডা. তৌহিদুজ্জামান, গাবুরা ইউপি চেয়ারম্যান জিএম মাসুদুল আলম, শ্রীউলা ইউপি চেয়ারম্যান দীপকংকর বাছাড় দীপু, খাজরা ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু। এছাড়া আশাশুনি ও শ্যামনগর উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, প্রকল্পের আওতাধীন ৮টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যানবৃন্দ, গবেষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও বারসিক পরিবেশ প্রকল্পের সিএসও সদস্যবৃন্দ অংশগ্রহন করেন।
আলোচনায় বক্তারা বলেন,“ এই দ্বন্দ¦-সংঘাত নিরসনে দ্বন্দ্ব রূপান্তর বিষয়ক গবেষণার ফলাফল ও সুপারিশ সমুহ মাঠ পর্যায়ে স্থানীয়দের মাঝে ছড়িয়ে দিতে হবে। দ্বন্দ¦-সংঘাত নিরসনের লক্ষ্যে সরকারী বেসরকারী সকলকে একযোগে যৌথ উদ্যোগ নিতে হবে।
আলোচনায় অংশগ্রহণকারীবৃন্দ স্থানীয় প্রাকৃতিক সম্পদের সুরক্ষা ও স্থায়িত্বশীল ব্যবহার, নারীদের অভিগম্যতা নিশ্চিত করা, জাতীয় পর্যায়ে পরিবেশ বান্ধব নীতিমালা প্রণয়ন, জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভুত দ্বন্দ্ব নিরসনে স্থানীয় দ্বন্দ্ব-রূপান্তর প্রক্রিয়া বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫