প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ১১:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ১:১৩ পি.এম
গাবুরা চকবারা থেকে ৩ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বনবিভাগ
শ্যামনগর উপজেলার গাবুরা চকবারা থেকে সুন্দরবনের হরিণের মাংস উদ্ধার
করেছে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান এর নেতৃত্বে ও সিএমসি এর নির্বাহী কমিটি ও সিপিজির সদস্য গণের উপস্থিতিতে।(২৬ ডিসেম্বর)
বৃহস্পতিবার আনুমানিক দূপুর ১২ টায় গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের সবেদ গাজির ছেলে ইয়াছিন গাজীর বাড়ির ফ্রীজ থেকে এ মাংস উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমানের কাছে জানতে চাইলে বৃহস্পতিবার দূপুরে গোপন সংবাদের ভিত্তিতে গাবুরা চকবারা থেকে তিন কেজি মাংস উদ্ধার করা হয়েছে।
তিনি আরো বলেন উদ্ধারকৃত মাংস উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন আসামিকে আটক করা হয়েছে কি জানতে চাইলে স্টেশন কর্মকর্তা বলেন যে বাড়িতে মাংস পেয়েছি সে বাড়িতে কোনো মানুষ ছিল না।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫