নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশের অভিযানে অনলাইন জুয়ার মাষ্টার এজেন্ট গ্রেপ্তার হয়েছে।
মঙ্গলবার(২৪ ডিসেম্বর) রাত ১১ টার দিকে সাতক্ষীরা থানা মসজিদের পাশে এস আর ফ্যাশানের সামনের পাকা রাস্তার উপর হতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সুমন হোসেন (২৪) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া গ্রামের ফজলুল হকের ছেলে।
সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশের ওসি মোঃ নিজাম উদ্দিন মোল্লা বলেন, ‘গ্রেপ্তার সুমন হোসেন (২৪) একজন অনলাইন জুয়ার মাষ্টার এজেন্ট। তিনি 1xbet অ্যাপস ব্যবহার করে একটি অনলাইন জুয়ার সাইট চালাতেন। যার লিংক https://1xbetbd.mobi/en।
এই লিংক ব্যবহার করে অনলাইন ক্যাসিনো/জুয়া খেলার মাধ্যমে সাধারন মানুষকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে প্রতারণা করতেন এবং অনলাইনে জুয়া খেলায় উদ্বুদ্ধ করে মোবাইল ব্যাংকিং (নগদ/বিকাশ) ব্যবহার করে অবৈধ ই-ট্রানজেকশন এবং নগদ টাকা লেনদেনর মাধ্যমে বিপুল পরিমান টাকা অবৈধভাবে হাতিয়ে নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্যের ভিতিতে সুমন হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘সুমন হোসেনের বিরুদ্ধে সাতক্ষীরা থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।’
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.