মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে নগরীর তালিকাভুক্ত সন্ত্রাসী ও একাধিক মামার আসামি আসাদুজ্জামান আরমান ওরফে কাইল্লা আরমান (৩২)কে গ্রেপ্তার করা হয়।
আজ ১৭ই ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় সেনাবাহিনী নেতৃত্বে যৌথ বাহিনী গ্রেপ্তার করেন।
গ্রেফতারকৃত আসাদুজ্জামান আরমান (৩২) (কাইল্লা আরমান) পিতা-মৃত গোলাম মোস্তফা, মাতা মোসাম্মৎ আনোয়ারা বেগম, সাং ৫২/গোলাপজান রোড,কাচি জুলি, কোতোয়ালি মডেল থানা,জেলা ময়মনসিংহ নগরীর একজন তালিকাভুক্ত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি বলে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান জানিয়েছেন।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.