হাফিজুর রহমান শিমুলঃ
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা” গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিবাদ্য কে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাবে সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টুর সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্ছুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা অনুজা মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মানবিকা শিল, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, অধ্যাপক গাজী আজিজুর রহমান, এ্যাডভোকেট জাফর উল্লাহ ইব্রাহিম, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক শেখ নাজমুল হোসেন, ইলাদেবী মল্লিক প্রমুখ। বক্তব্য রাখেন শিক্ষক গাজী মিজানুর রহমান, উপজেলা ইমাম সমিতির সদস্য মাওঃ আসাফুল ইসলাম, ছাত্র সমন্বয়ক আমির হামজাসহ শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন বর্তমান তারুণ্যের জে একতা দেখেছি আমারা সবাই মিলে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি তাহলে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ কেহ দুর্নীতি করতে পারবে না। আসুন আমরা দুর্নীতি হচ্ছে এমন অফিস ও ব্যাক্তি চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনে সোচ্চার হতে হবে।
Leave a Reply