মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহ নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কস্থ ব্রহ্মপুত্র নদীর তীরে ব্রহ্মপুত্রের শিল্পময় ঐতিহ্যে "সত্য সুন্দর ন্যায় এর পক্ষে ১ দশক" পূর্তি উদযাপন করলো স্হানীয় 'দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেস'।
আজ ৮ডিসেম্বর রবিবার এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কেক কেটে উদযাপন উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহের বরেণ্য সাংবাদিক বৃন্দ, সুধী সমাজ, সরকারি -বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাগন এবং বিএনপি সহ অন্যান্য রাজনীতির দলের নেতৃবর্গ,সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃ বর্গ ।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.