মাসুদ পারভেজঃ
সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর বিশেষ অভিযানে ডিবি পরিচয়ের ২ কারারক্ষী কে এক জোড়া হাতকড়া ও একটি মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়েছে।
গোয়েন্দা শাখা সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে সাতক্ষীরা জেলার সাতক্ষীরা থানা এলাকায় অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ মালামাল উদ্ধার ও বিশেষ অভিযান চলাকালে শুক্রবার (৬ ডিসেম্বর) রাত্র সাড়ে ৯ টায় এস,আই. রুবেল আহমেদ, এএসআই শেখ জামাল হোসেন, এএসআই আবু সুফিয়ান সঙ্গীয় ফোর্সের সহায়তায় সাতক্ষীরা জেলার সাতক্ষীরা থানাধীন রাজনগর গ্রামস্থ গুরুর মোড় বেত্রাবতী খালের ব্রীজের উপর হইতে তাদেরকে গ্রেফতার করা হয়।
আটকৃত আসামিরা হলো, ঝিনাইদা জেলার শৈলকুপা থানার বালাপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে কারারক্ষী মামুন হোসেন(২৭) ও একই জেলা ও উপজেলার ডাউকিয়া গ্রামের ডব্লু বিশ্বাসের ছেলে কারারক্ষী রাজন বিশ্বাস(২৯)।
এ সংক্রান্তে সাতক্ষীরা সদর থানায় মামলা নং-০৭. তারিখ-০৭/১২/২০২৪ খ্রিঃ, ধারা-১৭০/১৭১ পেনাল কোড-১৮৬০ এর একটি নিয়মিত মামলা রুজু হয়।
Leave a Reply