সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে জাতীয়তাবাদী দল বিএনপি’র সাংবাদ সম্মেলন

শ্যামনগরে জাতীয়তাবাদী দল বিএনপি’র সাংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার শ্যামনগরঃ

বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি’র শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার ৭ই ডিসেম্বর দুপুর ২টায় উপজেলা বিএনপি’র কার্যালয় লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপি’র সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ।তিনি তার লিখিত বক্তব্যে বলেন,সাতক্ষীরা হইতে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকায় ৭ই ডিসেম্বর শ্যামনগর উপজেলা বি.এন.পি নেতা শহীদুজ্জামানের নেতৃত্বে গণচাঁদাবাজি, দখলবাজি ও অগ্নি সংযোগের অভিযোগ শিরনামে প্রকাশিত সাংবাদট প্রকাশিত হয়েছে আমার।যেটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, কাল্পনিক, ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রনোদিত উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। গত ৫ই আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে উপজেলা বি.এন.পির সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদের নেতৃত্বে উপজেলার ১২টি ইউনিয়নে আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য নিরলস পরিশ্রম করে যাওয়ায় ভিন্ন মতলম্বীরা বিএনপির প্রগতিশীল কার্যক্রমে ইর্ষানিত হয়ে/নেতিবাচক শব্দ চয়নের মাধ্যমে উপজেলা বিএনপিকে ধ্বংস করার পায়তারা ও চক্রান্ত করছে।
রমজাননগর ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদের নেতৃত্বে রমজাননগর ইউনিয়নের সকল সম্প্রদায়ের মানুষের জানমাল রক্ষার্থে কাজ করে যাচ্ছে। কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক আনোয়ার ঢালী ও আটুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতির আবুল কালাম মোড়লের নেতৃত্বে আইন শৃঙ্খলা রক্ষার্থে নিরলস কাজ করে যাচ্ছে।কিন্তু অতীব দুঃখের বিষয় এই যে, দৈনিক সাতনদী পত্রিকায় প্রকাশিত সংবাদটি মিথ্যা,বানোয়াট,ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রনোদিত হওয়ায় আপনাদের লিখুনির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচরের নিমিত্বে অত্র সংবাদ সম্মেলন পেশ করলাম।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হামিদ,যুগ্ম সাধারণ এ্যাড আশেক এলাহি মুন্না, যুব বিষয়ক সম্পাদক জহুরুল হক আপু,ছাত্র বিষয়ক সম্পাদক খান আব্দুস সবুর,প্রচার সম্পাদক ইউপি সদস্য আজিবর রহমান,রমজাননগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ শহিদুজ্জামান (শহিদ) সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ,কাশিমাড়ি ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আজিজুল হক,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ডিএম মফিজুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ নাজমুল হক,যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আছাদ কল্লোল সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

ছবির ক্যাপশনঃ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন উপজেলা বিএনপি’র সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ।

 

 

শ্যামনগরে দীর্ঘদিনের বসত ভিটা বাড়ি সীমানা দখলকে কেন্দ্র করে থানায় অভিযোগ আহত-১

এম কামরুজ্জামান স্টাফ রিপোর্টার শ্যামনগর

শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের গাড়াখালী গ্রামের মোঃ ছফেদ আলীর ছেলে মোঃ আব্দুর রহিমের দীর্ঘদিনের বসত ভিটা বাড়ি সীমানা দখলক করায় তিনি জনকে বিবাদী করে শ্যামনগর থানায় অভিযোগ দায়ের করেছে।এঘটনায় আহত মোঃ ছফেদ আলী শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিন আছে। বিবাদীরা হলেন, একই গ্রামের ওয়াজেদ আলী গাজীর ছেলে মোঃ বাবুর আলী গাজী,মোঃ শরিফুল গাজী মোঃ শরিফুল গাজীর ছেলে মোঃ মিনারুল গাজী। অভিযোগ সূত্রে জানা যায় বিবাদীগন সমাজবিরোধী, অত্যাচারী, নির্যাতনকারী, সন্ত্রাসী,আইন-শৃংখলা ভংগকারী ও অতীব দুর্দান্ত দুর্ধর্ষ প্রকৃতির পরস্পর একদলীয় ব্যক্তিগণ। অপর দিকে আমি বাদী একজন নিরীহ,শান্তিপ্রিয় ও আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি। বাদী ও বিবাদীগণের বসত বাড়ি একই গ্রামে। পূর্ব থেকে বিবাদীগণের সহিত বসত ভিটা-বাড়ীর সীমানা সংক্রান্ত বিষয় নিয়ে আমার ও আমার পরিবারবর্গের সহিত চরম শত্রুতা পোষন করে আসছে। তাহারই আলোকে গত ৪টা ডিসেম্বর সকাল আনুমানিক ৭.৩০ মিনিটে একই সীমানা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করিয়া পূর্ব পরিকল্পিত ভাবে সকল বিবাদীগণ একজোট ভুক্ত হইয়া আমার বসত ভিটায় জোর পূর্বক প্রবেশ করে অশ্লীল ভাষায় গালিগালাজ করিতে থাকিলে আমার বয়বৃদ্ধ পিতা-মাতা বিবাদীগণের ঐরুপ অসদাচরণের প্রতিবাদ করিলে বিবাদীগণ ক্ষিপ্ত হইয়া বাদীর পিতাকে শরীরের বিভিন্ন স্থানে চড়, কিল, ঘুষি, লাথি ও লাঠি লোহার কাঁচি দ্বারা এলোপাতাড়ী মারপিট করিয়া ফুলা, ফাঁটা, কাটা ও রক্তাক্ত গুরুত্বর অবস্থায় মাটিতে পড়িয়া গেলে তৎমুহুর্তে আমার বয়বৃদ্ধ মাতা, পিতাকে সকল সন্ত্রাসী বিবাদীগণের কবল হইতে উদ্ধারের চেষ্টা করিলে একপর্যায় পিতাকে রাখিয়া মাতাকে ও একই ভাবে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ী মারপিট করিয়া ফুলা ও গুরুত্বর জখম করে। বাদীর পিতা-মাতা জখমী অবস্থায় মাটিতে পড়িয়া আত্ম চিৎকার করিতে থাকিলে সকল বিবাদীগণ পিতা-মাতার শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখিয়া নানাবিধ হুমকী দিতে দিতে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে থেকে বাদীর পিতা-মাতাকে গুরুত্বর জখমী অবস্থায় উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে পিতা-মাতা ডাক্তারী চিকিৎসাধীন আছে।তাই আপনাদের লেখনীর মাধ্যমে সঠিক সত্য উদঘাটন ও সন্ত্রাসী বিবাদীগণের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তক্ষেপ কামনা করছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড