সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ কমিটির সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় অনুষ্ঠিত

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ কমিটির সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় অনুষ্ঠিত

হাফিজুর রহমান শিমুলঃ

আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে কালিগঞ্জ উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সাথে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল এর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) বিকাল ৪ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সমন্বয়ের সভা অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট জাফরল্লা ইব্রাহিম, সহ-সভাপতি সৈয়দ মাহমুদুর রহমান, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সদস্য কৃষ্ণা কর্মকার, শেখ আল নূর আহমেদ ইমন প্রমুখ। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামী শুদ্ধতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন কর্তৃক অনুষ্ঠান কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে কর্মসূচির মধ্যে রয়েছে ৯ ডিসেম্বর সকাল ১১ টায় উপজেলা প্রাঙ্গণে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক কবুতর উড়ানো, ১১ টা ১০ মিনিটে মানববন্ধন কর্মসূচি, বেলা ১২ টায় উপজেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া দুর্নীতির বিরুদ্ধে গণ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দর্শনীয় স্থানে ফেস্টুন ব্যানার ড্রপ আউট টানানো হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড