হাফিজুর রহমান শিমুলঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুরের গড়ুইমহল মানবকল্যান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও রতনপুর,আশার বৃত্ত সংস্থার উপদেষ্টা রোমানিয়া প্রবাসী বিশিষ্ট সমাজসেবক শেখ আলমগীর হোসেনের অফিসে হামলা করেছে দুবৃত্তরা। ঘটনাটি উপজেলার রতনপুর বাজারে চেয়ারম্যান মার্কেটের দ্বিতীয় তলায় তার নিজস্ব কার্যালয়ে ঘটেছে।
সরেজমিন সূত্রে জানাগেছে, গত মঙ্গলবার (০৩ ডিসেম্বর) রাত আনুঃ ১০টার দিকে অফিসে সভা চলাকালে মার্কেটের নিচে থেকে ৮/১০ জনের দুবৃত্ত অতর্কিত ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এসময়ে অফিসের থাই গ্লাস ভেঙ্গে রুমের ভিতরে ছড়িয়ে পড়ে। আকর্ষিক এহেন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে শেখ আলমগীর হোসেন সহ সভায় উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলার সমন্বয়কারী ও বেসকারী উন্নয়ন সংস্থার কর্মী এবং কর্মকর্তাবৃন্দ। প্রতি বছরের ন্যায় এবছরেও উপজেলা এলাকায় শীতার্ত অসহায় হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণের লক্ষে প্রস্তুতি সভা চলছিলো। ঠিক এসময়ে সম্পুর্ন পরিকল্পিত ভাবে ন্যক্কারজনক এ হামলা চালায় দুবৃত্তরা।এ ঘটনায় ঐ রাতেই কালিগঞ্জ থানাকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন শেখ আলমগীর হোসেন।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.