সংবাদ শিরোনামঃ
দেবহাটায় স্থানীয় উদ্যোক্তা, প্রাইভেট সেক্টর ও সরকারি বিভাগের যৌথ সভা অনুষ্ঠিত

দেবহাটায় স্থানীয় উদ্যোক্তা, প্রাইভেট সেক্টর ও সরকারি বিভাগের যৌথ সভা অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল মামুন : দেবহাটায় স্থানীয় উদ্যোক্তা এসোসিয়েশন, প্রাইভেট সেক্টর এবং সরকারি বিভাগ সমুহের যৌথ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রোজেক্টের আয়োজনে উপজেলা মডেল মসজিদ হলরুমে অনুষ্ঠিত স্থানীয় উদ্যোক্তা এসোসিয়েশন, প্রাইভেট সেক্টর এবং সরকারি বিভাগ সমূহের যৌথ সম্মেলনে উপজেলা সিএসও ফোরামের সেক্রেটারি লিটন ঘোষ বাপির সঞ্চালনায় ও রাইট টু গ্রো প্রোজেক্টের প্রজেক্ট ম্যানেজার জগম্ময় প্রজেশ বিশ্বাসের সভাপতিত্বে উক্ত যৌথ সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় উদ্যোক্তা এসোসিয়েশন এবং প্রাইভেট সেক্টর সমূহের সেবার মান উন্নয়নে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন।উক্ত যৌথ সম্মেলন অনুষ্ঠানে স্বাস্থ্য, পুষ্টি এবং ওয়াশ বিষয়ক পন্যের ব্যবসায়িক ধারণা, কৌশল এবং প্রজেক্টের উদ্দেশ্যে ও কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন রাইট টু গ্রো প্রোজেক্টের ট্রেনিং এন্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার সুশান্ত কুমার রায়।যৌথ সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সঞ্জয় কুমার মন্ডল, উপজেলা সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক মিজানুর রহমান,
পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস চন্দ্র মন্ডল, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, উপজেলা সিএসও ফোরামের সভাপতি মোঃ সালাউদ্দিন, উপজেলা স্থানীয় উদ্যোক্তা এসোসিয়েশনের সভাপতি বিলকিস নাদিরা সহ এসিআই, আরএফএল এবং এসএমসি কোম্পানির প্রতিনিধিগণ। উক্ত যৌথ সম্মেলন অনুষ্ঠানে স্বাস্থ্য, পুষ্টি এবং ওয়াশ বিষয়ক পণ্য ন্যায্য ও সুলভ মূল্যে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্থানীয় উদ্যোক্তা এসোসিয়েশন এবং প্রাইভেট সেক্টর সমূহের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড