প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৪, ৪:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২৪, ৪:৩৫ পি.এম
শ্যামনগরে কৃষি প্রতিবেশবিদ্যা ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক কর্মশালা অনুষ্টিত হয়েছে
বেসরকারী গবেষণা প্রতিষ্টান বারসিক’র উদ্যোগে মঙ্গলবার( ১২ নভেম্বর) বেলা ১১টায় শ্যামনগর উপজেলা বুড়িগোয়ালিনী ইউনিয়নের ইউনিয়ন পরিষদের কার্যালয়ে কৃষিপ্রতিবেশ বিদ্যা ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক কর্মশালা অনুষ্টিত হয়।
কর্মশালার শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বারসিক সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার। কর্মশালায় কৃষি প্রতিবেশ বিদ্যা চর্চার গুরুত্ব এবং আমাদের খাদ্য সার্বভৌম্ব নিশ্চিৎ করার জন্য উপকুলীয় এলাকায় কি ধরনের কর্মসুচি গ্রহন করা যায়। এবং সেখানে স্থানীয় সরকার কিভাবে সহায়তা করতে পারে সেবিষয় গুলো উঠে আসে। কৃষক কর্নধর মন্ডল বলেন, আমার বাড়ি একটি শিখন কেন্দ্র যেখানে বিভিন্ন চর্চা আছে। আমরা যেহেতু উপকুলীয় এলাকায় বাস করি এখানে যেমন নানা ধরনের দুর্যোগ হয়। সেই দুর্যোগের সাথে মোকাবেলা করে আমরা নানান ধরনের উদ্যোগ গ্রহন করি। আমার বাড়িটি আমি একটি বীজ ব্যাংক তৈরির পরিকল্পনা করেছি। যেখানে নিজে লাগিয়ে অন্যদের বীজ সহযোগিতা করতে পারবো। আর আমার যে উদ্যোগ ও চর্চা আছে তা সকলের মধ্যে ছড়িয়ে দিতে চাই। যুবক মাছুম বিল্লাহ বলেন,আমরা যুবরাও এসকল চর্চার সাথে যুক্ত হতে চাই। কৃষি কাজে আমাদের যুবদের যুক্ততা দিনদিন বাড়ছে। সাথে ইউনিয়ন পর্যায়ে যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আছে সেখানে আমাদের যুক্ততা বাড়াতে হবে। সভাপতি নজরুল ইসলাম বলেন, আমরা শুধু মানুষদের নিয়ে ভাবি, কিন্তু মানুষের বাহিরে পরিবেশের অনেক উপাদান আছে অনেক প্রানবৈচিত্র্য আছে যা আমাদের জীবন যাত্রার মান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে। সকল প্রাণ ও প্রকৃতিকে টিকিয়ে রেখে পরিবেশের ভারষাম্য বোঝায় রেখে আমাদের কর্মসূচি নিতে হবে। কর্মশালায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের স্থানীয় সরকার প্রতিনিধি, সিপিপি, যুব ও স্বেচ্ছাসেবক, সবুজ সংহতি ও স্থানীয় জনসংগঠনের প্রতিনিধি এবং বারসিক কর্মকর্তা সহ মোট ৩৮জন অংশগ্রহন করেন। কর্মশালায় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে বারসিক কর্মকর্তা মনিকা পাইকের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন বারসিক সহযোগী সমন্বযকারী রামকৃষ্ণ জোয়ারদার, প্যানেল চেয়ারম্যান আব্দুল রউফ, মুক্তিযোদ্ধা নিরাপদ গায়েন, ইউনিয়ন স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা জিল্লুর রহমান, ইউনিয়ন মহিলা বিষয়ক কর্মী সুমাইয়া আক্তার, সবুজ সংহতির বনজীবী শেফালী বেগম, কৃষি প্রতিবেশ বিদ্যা শিখন কেন্দ্রের কর্নধর মন্ডল, সুন্দরবনস্টুডেন্ট সলিডারিটি টিমের মাছুম বিল্লাহ, উপকুলীয় প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হালিম প্রমুখ।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫