রামপাল (বাগেরহাট) সংবাদদাতাঃ
রামপালে সুন্দরবন রক্ষায় এক যুব ফোরাম গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে রূপান্তরের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সুন্দরবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রায় ৩০ লক্ষ মানুষ সরাসরি বা পরোক্ষভাবে সুন্দরবনের বনজ ও জলজ সম্পদের উপর নির্ভরশীল, যা তাদের জীবন-জীবিকার প্রধান উৎস এবং দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখছে। সাম্প্রতিক বছরগুলোতে মানবসৃষ্ট বিভিন্ন কারণে এই সুন্দরবন চরম প্রাকৃতিক ও পরিবেশগত ঝুঁকির মুখে পড়েছে। অপরিকল্পিত কার্যক্রমের কারণে এই অঞ্চলে দূষণ বাড়ছে। বিশেষ করে প্লাস্টিক ও পলিথিন ব্যবহারের ফলে নদী দূষণে খাল ও জলাশয় গুলোকে প্রভাবিত করছে। যা শেষ পর্যন্ত জোয়ার-ভাটার মাধ্যমে সুন্দরবনে প্রবেশ করে বনের মাটি ও পানি দূষিত করছে। এর ফলে গাছপালা, বন্যপ্রাণী ও জলজ প্রাণীর উপর নেতিবাচক প্রভাব পড়ছে। এতে সুন্দরবনের উৎপাদনশীলতা হ্রাস পাচ্ছে। লক্ষ লক্ষ মানুষের জীবিকা চরমভাবে হুমকির মুখে পড়েছে, যে কারণে বিশ্বের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনকে বাঁচাতে প্লাস্টিক ও পলিথিন দূষণ বন্ধ করাও জরুরি।
রূপান্তরে প্রজেক্ট অফিসার খন্দকার জিলানী হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। রূপান্তর কর্মী পার্থ প্রতিম ঠাকুরের সঞ্চালনায় অন্যন্যের মধ্যে বক্তব্য দেন, রূপান্তরের মনিটরিং কো-অর্ডিনেটর ফারাহ বি তাবাচ্ছুম, রূপান্তরের প্রজেক্ট অফিসার মো. গোলাম কিবরিয়া, প্রেসক্লাব রামপাল এর সাধারণ সম্পাদক সুজন মজুমদার, রূপান্তর কর্মী দিপ্তী রাণী রায়, সুনীতি রায় প্রমূখ।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.