সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ কমিটির সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় অনুষ্ঠিত কালিগঞ্জের রতনপুরে কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত শ্যামনগরে জাতীয়তাবাদী দল বিএনপি’র সাংবাদ সম্মেলন সাতক্ষীরায় জেলা গোয়েন্দা শাখার অভিযানে দুই কারারক্ষিক গ্রেপ্তার কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো শতাধিক রোগী কালিগঞ্জে উজিরপুর বাজারে জনতা ব্যাংকটি স্থায়ীকরণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  সুন্দরবনের পাদদেশে বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  জেলা প্রশাসক এর সাথে জাস্টির ফর জুলাই সাতক্ষীরা শাখার নেতৃবৃন্দের মতবিনিময় ও স্মারক লিপি প্র‍দান কালিগঞ্জে রোমানিয়া প্রবাসীর অফিসে হামলা চালিয়েছে দুবৃত্তরা
কৈখালী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভায় সভাপতিকে অব্যাহতির সিদ্ধান্ত

কৈখালী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভায় সভাপতিকে অব্যাহতির সিদ্ধান্ত

শ্যামনগর প্রতিনিধিঃ

কৈখালী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভায় সভাপতিকে অব্যাহতির সিদ্ধান্ত হয়েছে। উক্ত সভার সিদ্ধান্ত বাস্তবায়নে তারা শীর্ষ নেতৃবৃন্দকে অবহিত করবেন। এসময় তিনি আরও বলেন সম্প্রতি একটি অখ্যাত অনলাইন নিউজ পোর্টালে সর্বশেষ ইউপি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী গাজী শাহ আলমের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর একটি সংবাদ সম্প্রচার হয়েছে। সেখানে ৫ আগস্টের পটপরিবর্তনের পর হিন্দু সম্প্রদায়ের দুটি পরিবারের উপর শাহ আলম বাহিনী অত্যাচার করেছে বলে অভিযোগ করা হয়েছে। এসব অভিযোগ সম্পুর্ন মিথ্যা দাবি করে মাহাবুব আজাদ সংবাদ সম্মেলনে উপস্থিত পরেশ ও নিমাইয়ের কাছে বিষয়টি নিশ্চিত হওয়ার অনুরোধ করেন। এসময় তিনি আরও জানান ইতিমধ্যে ভুয়া ও মিথ্যা সংবাদ প্রচারের সাথে জড়িত উক্ত চক্রের তিন সদস্যের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরী করেছেন। তিনি আরও অভিযোগ করেন বিএনপি সভাপতি কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের নিকট থেকে আর্থিক সুবিধা নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে বিষোদগার করছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত নিমাই রপ্তান বলেন তার প্রতিষ্ঠান লুট হলেও কারা সেসব ঘটনায় জড়িত সেটা চিহ্নিত হয়নি। তিনি ইতিপুর্বে ঐ ঘটনায় কারও সম্পৃক্ততার অভিযোগও করেননি। অভিন্ন কথা বলেন পরেশ কুমার গায়েন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গাজী শাহ আলম বলেন আ’লীগ দলীয় নেতৃবৃন্দকে তিনি অবৈধভাবে নিরাপদে ভারতে পালতে সহায়তা করেছেন বলে উক্ত সংবাদে মনগড়া কিছু অভিযোগ করা হয়েছে। মুলত বিএনপির রাজনীতি থেকে তাকে সরানোর কৌশল হিসেবে প্রতিদ্ব›দ্বী আব্দুর রহিমের সাথে গাটছাড়া বেঁেধেছেন বিএনপি সভাপতি। তিনি গত দুই যুগেও বিএনপিকে সংঘটিত করতে পারেননি দাবি করে গাজী শাহ আলম অভিযোগ করেন আ’লীগ নেতাকর্মীদের দ্বারা প্রভাবিত হয়ে আবুল খায়ের মল্লিক দলের ভাবমুর্তি ক্ষুন্ন করছেন। এসময় তিনি অবিলম্বে চেয়ারম্যান শেখ আ্দুর রহিমের বিরুদ্ধে আনীত সকল অভিযোগের তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড